রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন দাউদকান্দিতে মোটরসাইকেল না পেয়ে ৯ম শ্রেনির শিক্ষার্থীর আত্মহত্যা ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ইসলামিক কনসার্ট দাউদকান্দিতে প্রকাশ্যে শিক্ষককে মারধর করলো বখাটে পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দাউদকান্দির পাঁচভিটা যুবসমাজের উদ্যোগে ইসলামী সংস্কৃতি ও ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির কমিটিতে সেলিম রেজা সভাপতি, সিরাজুল ইসলাম সম্পাদক মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী হলেন শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দাউদকান্দিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধণা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা গ্রেফতার দুই মাদক ব্যবসা ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ অন্যায়কারীদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি: ড. খন্দকার মোশাররফ হোসেন ইসলামী ব্যাংক দাউদকান্দি শাখার উদ্যোগে কম্বল বিতরণ মেলায় পাওয়া যাচ্ছে শেকড় সন্ধানী লেখক ও সাংবাদিক শরীফ প্রধানের ‘শিক্ষানবিশ সাংবাদিকতা’ বই দুর্নীতি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধান অন্তরায় জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই: ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দিতে রিফাত হত্যাকান্ডের আসামী দিলবারকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন মেধার বিকাশ সংগঠনের উদ্যোগে বৃত্তি প্রদান জনগণ ভোটের অধিকার পায়নি: অধ্যাপক মুজিবুর রহমান

"কলিযুগ গ্রামে প্রিয়জনদের সাথে গল্প-আড্ডায় এক বিকেল" | প্রধান খবর

"কলিযুগ গ্রামে প্রিয়জনদের সাথে গল্প-আড্ডায় এক বিকেল" | প্রধান খবর
কলিযুগ। আমাদের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের একটি গ্রামের নাম। এই কলিযুগ গ্রামের গা ঘেঁষে চলে গেছে কালাডুমুর নদী। আজ (রোববার- ২৮ জানুয়ারি) বিকেলে বন্ধু এস এম মিজান ও আমি ইলিয়টগঞ্জ বাজার থেকে অটোরিক্সা করে কালাডুমুর নদীর পাড় দিয়ে কলিযুগ গ্রামের উদ্দেশ্যে রওনা করি।

পড়ন্ত বিকেল, নদীর তীরবর্তী ফসলের মাঠ ও গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে দুই বন্ধুর আলাপচারিতায় গোমতী বেঁড়িবাধের পথ ধরে পৌঁছে যাই শান্তসুনিবিড় গ্রাম কলিযুগে। উদ্দেশ্য "কলিযুগ'র ফুল কলি"। ওই গ্রামের সূর্য সন্তান। আমাদের গৌরব। বাংলাদেশ পুলিশ' বাহিনীর সিনিয়র এএসপি মো. বেলায়েত হোসেন সজল' ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়া।

পুলিশ বাহিনীতে যোগদানের আগে থেকেই তাঁর সাথে পরিচয়। সাদামাটা, গ্রাম পাগল সজল ভাই, ছাত্র জীবন থেকেই গ্রামে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ক্রীড়া আয়োজন করতেন তিনি। সে সময়ে গণমাধ্যম কর্মী হয়ে সেখানে যেতাম সংবাদ কাভার করার জন্য।

কলিযুগ গ্রামে পৌছে সজল ভাইয়ের বাড়ীতে গিয়ে দেখা হয় আমাদের আরেক প্রিয়জনের সাথে। যিনি আমাদেরকে দেখে অফুরন্ত উচ্ছাসে খুশি হন, বুকে জড়িয়ে আদর করেন ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের দুইবারের জনপ্রিয় চেয়ারম্যান মো. লোকমান হোসেন মুন্সী (লোকমান ভাই) তিনিও ওই ইউনিয়নে সফল জনপ্রতিনিধি।

আমাকে ও বন্ধু মিজানকে অন্যরকম পছন্দও করেন লোকমান ভাই। বেশ কিছুক্ষণ গল্প-আড্ডায় আমরা মেথে উঠি। স্মৃতিচারণ, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এবং ইউনিয়নের উন্নয়ন অগ্রগতিসহ সামাজিক কর্মকান্ড উঠে আসে আমাদের আলোচনায়। হাসি আনন্দে মেথে উঠি খানিকটা সময়।

সেই গল্পের মাঝেই সজল ভাইয়ের বাসায় নানানরকম ফলফলাদি, মিষ্টি ও পায়েস খাই আমরা। এবার বাড়ী থেকে বিদায় নেয়ার পালা। এই আনন্দঘন মূহুর্তকে আমরা নিজেদের ক্যামরাবন্দি করি। তারপর সজল ভাইয়ের সাথে আবারও সাক্ষাতের প্রত্যাশা রেখে বিদায় নেই আমরা কলিযুগ থেকে।

লেখাপড়া শেষ করে কর্মজীবনে ব্যস্তসময় থাকলেও গ্রামের প্রতি রয়েছে তাঁর অগাধ টান। সময় পেলেই চলে আসেন গ্রামে। বর্তমানে তিনি র‍্যাব হেডকোয়ার্টাস ইন্টিলিজেন্স ব্রাঞ্চে কর্মরত আছেন। গ্রামে ভালো কিছু করার পরিকল্পনা আছে তাঁর। উচ্চ পদমর্যাদায় চাকুরী করেন। অহংকার করে গ্রামে না আসলেও পারতেন।

কিন্তু এসবের লেশপেশ বিন্দুমাত্র নেই তাঁর মাঝে। আছেন সেই আগের মতো। অহিংশু সাদামাটা গ্রাম পাগল সজল ভাইদের জন্য রইলো ভালোবাসা ও দোয়া। জীবনকর্মে সফলতায় পৌঁছলেও হিংসা বা গাম্ভীর্যরা যাদের নিকট পৌঁছেনা। তাঁরাই সত্যিকারের দেশের সম্পদ গ্রামের সম্পদ। ভালো থাকুক গ্রাম পাগল সকল ভাই-বন্ধুরা।

পিকে/এসপি
দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন